নগরজীবনে শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ এক অনুপেক্ষণীয় বাস্তবতা। এর সঠিক ব্যবহার ও যন্ত্রের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এড়ানো যাবে অনেক ধরণের স্বাস্থ্যঝুঁকি।
এয়ার কন্ডিশনার (এসি) এমন গ্যাজেট, যা বাতাস থেকে তাপ ও আর্দ্রতা সরিয়ে ভেতরের তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুর গুণমান নিয়ন্ত্রণ করে। এসি গরম আবহাওয়ায় আরাম প্রদান করে, দূষণকারী ও অ্যালার্জেন ফিল্টার করে বায়ুর গুণমান উন্নত করে এবং তাপ-সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি হ্রাস করে শরীরের উপকার করে। সাধারণভাবে এটাই বলা হয়ে থাকে।
অফিসে হাজারো কাজের চাপ থাকলেও এসি দেয় আরাম। মনে হয়, সব ক্লান্তি দূর হয়ে যায়। এমন অনেকে আছেন, যাঁরা বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে এসি চালিয়ে বসেন। অথচ এটি হিতে বিপরীত হতে পারে।
এসিতে মাত্রাতিরিক্ত সময় থাকলে শরীরে বিরূপ প্রভাব পড়ে। এসি ব্যবহারে আমরা সাময়িকভাবে আরাম বোধ করে থাকি। যদিও এটি আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক এবং সামগ্রিকভাবে পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
লেখক: খাদ্য ও পথ্য বিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
At times on several chat websites you would possibly face issues concerning the compatibility of online chat site together with… Read More
Some rumors obtained right here up on the floor that the website may get closed as a end result of… Read More
This website uses cookies.